তৃতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ
সমস্যা-1 [চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০১৯]
জনাব অরিত্রা ২০১৮ সালের ১ মার্চ তারিখে
ব্যাংকে জমা ৩০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে
তার ব্যবসায়ে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে:
|
মার্চ-০৫
|
ব্যাংক হতে উত্তোলন ১০,০০০ টাকা।
|
|
মার্চ-১০
|
বিক্রয় ৪০,০০০ টাকা(৫০% বাকীতে)
|
|
মার্চ-১৫
|
১৫,০০০ টাকার পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ
প্রদান করা হলো।
|
|
মার্চ-২০
|
১০ তারিখের ধারে বিক্রয়ের পাওনা টাকা
ব্যাংকের মাধ্যমে আদায় হলো।
|
|
মার্চ-২৫
|
মালিক তার ব্যক্তিগত জমি ৮০,০০০ টাকায়
বিক্রয় করলেন এবং সমুদয় টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠালেন।
|
(ক)
যে সকল ঘটনা ব্যবসায়িক লেনদেন নয়, তারিখ উল্লেখপূর্বক তাদের সমষ্টি নির্ণয়
কর।
(খ)
যে সকল ঘটনা ব্যবসায়িক লেনদেন, তাদের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা
দাও(ব্যাখ্যার প্রয়োজন নাই।)
(গ)
জনাব অরিত্রার ব্যবসায়ের প্রাপ্য হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত কর।
সমস্যা -2 [চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০১৯]
জনাব কামাল একজন ব্যবসায়ী। ২০১৮ সালের জানুয়ারি
মাসে তার ব্যবসায়ে সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপ:
|
জানু-০১
|
নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার
আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন।
|
|
জানু-০৩
|
সোনালী ব্যাংকে জমা দেয়া হলো ২০,০০০ টাকা।
|
|
জানু-০৫
|
আয়কর প্রদান ১০,০০০ টাকা।
|
|
জানু-১০
|
ক্রয় ৬০,০০০ টাকা(যার ৬০% নগদে এবং
অবশিষ্টাংশ ধারে)।
|
|
জানু-১২
|
ধারে বিক্রয় ২৫,০০০ টাকা। শর্ত ২/১০,
নিট/৩০।
|
|
জানু-১৫
|
জীবন বিমার প্রিমিয়ার প্রদান ৫,০০০ টাকা।
|
|
জানু-২২
|
১২ তারিখের ধারে বিক্রয়ের পাওনা আদায় হলো।
|
|
জানু-২৫
|
১০ তারিখের দেনা পরিশোধ করা হলো।
|
(ক)
জনাব কামালের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
(খ)
জানুয়ারি ৫, ১২, ১৫ ও ২২ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও(ব্যাখ্যাসহ।)
(গ)
জানুয়ারি ১, ৩, ১০ ও ২৫ তারিখের লেনদেনগুলোর সাহায্যে টেবুলার ছকে হিসাব
সমীকরণে প্রভাব দেখাও।
সমস্যা-3 [চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০১৯]
২০১৮ সালের মে মা ঝুমুর ট্রেডার্স এর সংঘটিত
লেনদেনগুলো নিম্নরূপ:
|
মে-০১
|
প্রারম্ভিক উদ্বৃত্ত: নগদ ৫০,০০০ টাকা এবং
ব্যাংক ৪০,০০০ টাকা।
|
|
মে-০৫
|
পণ্য বিক্রয় নগদে ১৫,০০০ টাকা।
|
|
মে-১০
|
ব্যাংকে জমা দেয়া হলো ২০,০০০ টাকা।
|
|
মে-১২
|
রহিম ব্রাদার্সের নিকট থেকে ১০% বাট্টায়
৮,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো।
|
|
মে-১৫
|
ধারে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
|
|
মে-১৮
|
জামানের নিকট হতে পাওনা ৫,০০০ টাকার পূর্ণ
নিষ্পত্তিতে ৪,৮০০ টাকা পাওয়া গেল।
|
|
মে-২০
|
ট্রেডার্সকে চেক মারফত ১৮,০০০ টাকা পরিশোধ
করে ৪০০ টাকা বাট্টা পাওয়া গেল।
|
|
মে-২৫
|
বেতন নগদে ১০,০০০ টাকা পরিশোধ করা হলো এবং
ভাড়া চেক মারফত ৫,০০০ টাকা পরিশোধ করা হলো।
|
(ক)
যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দাও।
(খ)
উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবদো প্রস্তুত কর।
(গ)
উপর্যুক্ত তথ্যাবলির আলোকে একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।
No comments:
Post a Comment